আদালতে রক্ষাকবচ পেলেন না অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক। একটি খুনের মামলায় আগাম জামিনের আবেদন না মঞ্জুর করল জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ। দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের রক্ষাকবচের আবেদন নাকচ হওয়ায় কিছুটা বিপাকে পড়লেন তিনি এবং তাঁর দল বিজেপি। এখন নিশীথকে গ্রেফতার করায় কোনও বাধা রইল না। ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর নিশীথ প্রামাণিকের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। নিশীথ প্রামাণিকের রক্ষাকবচ চেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেসরওয়ানির ডিভিশন বেঞ্চে আবেদন জানান নিশীথ প্রামাণিকের আইনজীবী। কিন্তু তাঁর আগাম জামিনের আবেদন না মঞ্জুর করেন বিচারপতিদ্বয়। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী জানান, ডিভিশন বেঞ্চ এদিন রক্ষাকবচের আবেদন নাকচ করে দিয়ে ২২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। রক্ষাকবচ নাকচ হয়ে যাওয়ায় চাইলে পুলিশ নিশীথ প্রামাণিককে গ্রেফতার করতে পারবে বলে সহকারী সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী জানিয়েছেন। নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে গর্জে উঠেছে তৃণমূল। দিনহাটার এক সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রীর দ্রুত গ্রেফতারের দাবি জানান মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষও নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবি তোলেন। তিনি বলেন, এমন একজন অভিযুক্তের গারদের বাইরে থাকা উচিত নয়।