জেলা

জলপাইগুড়ির ১৭ জাতীয় সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত গর্ভবতী মহিলা সহ ৩

কালীপুজোর সকালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা জাতীয় সড়কে। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে প্রাণ হারালেন তিনজন। মৃতদের মধ্যে একজন গর্ভবতী মহিলা ছিলেন। আহত হয়েছেন আরও দু’জন। উৎসবের সময় আবহে ভয়াবহ দুর্ঘটনায় ব্যাপক শোরগোল জলপাইগুড়িতে।  বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ১৭ নম্বর জাতীয় সড়কে। একটি অল্টো গাড়িতে চেপে গর্ভবতী মহিলাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন বাড়ির লোকেরা। মালবাজার ও চালসার মাঝে সাতখাইয়া এলাকায় জাতীয় সড়কে উল্টোদিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অল্টো গাড়ির। সজোরে ধাক্কা দেওয়ার পরেই দুমড়ে মুচড়ে যায় অল্টো গাড়িটি। সংঘর্ষের পর দু’টি গাড়িই সড়কের দু’ধারে ছিটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার ও মেটেলি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গর্ভবতী মহিলা সরস্বতী ওঁরাও ও তাঁর বোন নিতা ওঁরাওয়ের মৃত্যু হয়। অল্টো গাড়ির চালক আমন ওঁড়াওকে মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলেড় সেখানেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মৃতেরা সকলেই লক্ষীপাড়া চা বাগান এলাকার বাসিন্দা। আহতদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য একটি গাড়ির চালক দুর্ঘটনার পরেই পলাতক। তার খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়া দু’টি গাড়িই আটক করেছে পুলিশ।