বিবিধ

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী !

আজ, ১৬ জুন, বাংলার ১ আষাঢ়, বুধবার জামাই ষষ্ঠী। জামাইষষ্ঠীর দিন শ্বশুরবাড়িতে জামাই আপ্যায়ণের রীতির সঙ্গে বাঙালিরা ওতোপ্রোতোভাবে পরিচিত। বাঙালিদের কাছে জামাই ষষ্ঠী অত্যন্ত জনপ্রিয় উৎসব।  নানা নিয়ম-আচারের মাধ্যমে জামাই ষষ্ঠীর ব্রত পালন করেন শাশুড়িরা। এই জামাইষষ্ঠী আদতে লোকায়ত প্রথা। ষষ্ঠীদেবীর পার্বণ থেকেই এই প্রথার সূচনা। সেই বৈদিক সমাজ থেকেই জামাইষষ্ঠী পালন করার রীতি প্রচলিত রয়েছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথির প্রথম প্রহরে ষষ্ঠীদেবীর পুজোর আয়োজন করা হয়। ধর্মীয় বিশ্বাস, ষষ্ঠীদেবী আসলে মাতৃত্বের প্রতীক। তাঁর বাহন বিড়াল। মূলত সন্তানের কল্যাণ ও সংসারের সুখ-শান্তি নিশ্চিত করাই এই পুজোর উদ্দেশ্য। বঙ্গসমাজে ‘জামাইষষ্ঠী’ উত্‍সবের সামাজিক গুরুত্ব অনস্বীকার্য। বিশেষ করে যে পরিবারে সদ্য বিবাহিতা কন্যা রয়েছে, সেই পরিবারে তো রীতিমতো ঘটা করে পালন করা হয় এই পার্বণ। কথিত আছে, বৈদিক সমাজ এক গৃহবধূ স্বামীগৃহে নিজে মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিল বিড়ালের উপর। এরপর হঠাত্‍ই একদিন তার সন্তান হারিয়ে যায়। একে তার পাপের ফল মনে করে। তখন সে বনে গিয়ে ষষ্ঠীদেবীর আরাধনা শুরু করে। দেবী তুষ্ট হন। যার ফলে বনেই সে নিজের সন্তানকে ফিরে পায়। এই জন্যই ষষ্ঠীদেবীর অপর নাম অরণ্যষষ্ঠী। এদিকে মাছ চুরি করে খাওয়ার অপবাদে মেয়েটির শ্বশুর-শাশুড়ি তাঁর পিতৃগৃহে যাওয়া বন্ধ করে দেয়। এমতাবস্থায় মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে তার মা-বাবা। একবার ষষ্ঠীপুজোর দিন মেয়ে-জামাইকে সাদরে নিমন্ত্রণ জানান তাঁরা। পুজোর দিনে সস্ত্রীক জামাই শশ্বরবাড়িতে উপস্থিত হলে আনন্দের বন্যা বয়ে যায় পরিবারে। আর সেই থেকেই ষষ্ঠীপুজো রূপান্তরিত হয় জামাইষষ্ঠীতে। 

এদিন মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনায় মেয়ের বাবা-মা তাঁদের মনপ্রাণ ভরে আশীর্বাদ করেন । পঞ্জব্যঞ্জনে তাঁদের আদর-আপ্যায়ন করেন । ষষ্ঠীর ফোঁটা কপালে দিয়ে, হাতে হলুদ সুতো পরিয়ে, পাখার বাতাস করে মেয়ের জামাইয়ের সুখী দাম্পত্য জীবনের কামনা করেন । মেয়ে সন্তানবতী হোক, সংসার ভরে থাকুন শান্তি-সমৃদ্ধিতে, মা ষষ্ঠীর কাছে এমনই প্রার্থনা করেন কন্যার বাবা-মায়েরা । 

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে –

ষষ্ঠী তিথি আরম্ভ– বাংলা– ৩১ জ্যৈষ্ঠ, মঙ্গলবার। ইংরেজি– ১৫ জুন ২০২১, মঙ্গলবার। সময়– রাত ১০টা ৫৮ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ– বাংলা– ১ আষাঢ়, বুধবার। ইংরেজি– ১৬ জুন ২০২১, বুধবার। সময়– রাত ১০টা ৪৬ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে –

ষষ্ঠী তিথি আরম্ভ– বাংলা– ৩১ জ্যৈষ্ঠ, মঙ্গলবার। ইংরেজি– ১৫ জুন ২০২১, মঙ্গলবার। সময়– রাত ৭টা ৩৪ মিনিট ৩৫ সেকেন্ড।

ষষ্ঠী তিথি শেষ- বাংলা– ১ আষাঢ়, বুধবার। ইংরেজি– ১৬ জুন ২০২১, বুধবার। সময়– রাত ৬টা ৫৬ মিনিট ১৫ সেকেন্ড।