জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল অফ প্রিজন হেমন্ত কুমার লোহিয়ার দেহ উদ্ধার হল তাঁর বন্ধুর বাড়ি থেকে ৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান এটি একটি হত্যাকাণ্ড ৷ জম্মু জোনের এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, “সন্দেহজনক পরিস্থিতিতে মিলেছে কারা বিভাগের ডিজি হেমন্ত লোহিয়ার দেহ ৷ ঘটনাস্থলের প্রাথমিক তদন্ত চালিয়ে এটিকে হত্যাকাণ্ড বলে অনুমান করা হচ্ছে ৷” তিনি জানিয়েছেন, লোহিয়ার পরিচারক পলাতক ৷ পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দল ৷ মুকেশ সিং আরও জানিয়েছেন যে, তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ঘটনাস্থলে গিয়েছেন শীর্ষ পুলিশ আধিকারিকরা ৷ পুলিশের শীর্ষ কর্তার প্রয়াণে তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ লোহিয়ার দেহ ময়নাতদন্তের জন্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিজের বন্ধু রাজীব খাজুরিয়ার বাড়ি থেকে উদ্ধার হয়েছে হেমন্ত কুমার লোহিয়ার দেহ ৷ রাজৌরিতে বাড়ি রাজীবের ।