দেশ

সোপিয়ানে এনকাউন্টারে খতম ৩ জঙ্গি, বদগামে শহিদ ১ পুলিশ অফিসার

 জম্মু-কাশ্মীরে ফের নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হল। সোপিয়ান ও বদ্গামে দুটি আলাদা আলাদা এনকাউন্টার হয়। সোপিয়ানে গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়েছে বলে খবর। উদ্ধার করা হয়েছে প্রচুর বিস্ফোরক ও গুরুত্বপূর্ণ নথি।  অন্যদিকে বদগামে এনকাউন্টারে শহিদ হয়েছেন এক স্পেশ্যাল পুলিশ অফিসার। জানা গিয়েছে, শুক্রবার ভোরে বদগাম জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। সেই লড়াইয়ে জম্মু-কাশ্মীরের এক স্পেশ্যাল পুলিশ অফিসার প্রাণ হারিয়েছেন। আরও একজন পুলিশকর্মী আহত বলে খবর।