শো-কজ করার ২৪ ঘণ্টা পেরোতে না-পেরোতেই জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে সাময়িক বরখাস্ত করল রাজ্য বিজেপি ৷ শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ না-হওয়া পর্যন্ত দু’জনকে সাময়িক বরখাস্ত করা হল বলে চিঠিতে জানানো হয়েছে রাজ্য বিজেপির তরফে৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে সেখানে ৷ রবিবারই দলবিরোধী মন্তব্য এবং শৃঙ্খলাভঙ্গের জন্য বর্ষীয়ান জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে শো-কজের চিঠি ধরায় বিজেপির রাজ্য কমিটি ৷ যদিও তাতে শো-কজের উত্তর দেওয়ার কোনও সময়সীমা ছিল না ৷ তাহলে শো-কজ করার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতে কেন সাময়িক বরখাস্তের এই সিদ্ধান্ত ? সূত্রের মারফত জানা গিয়েছে, গতকাল শো-কজের নোটিশ পাঠানোর পরেও জয়প্রকাশ এবং রীতেশ দলবিরোধী অবস্থান থেকে সরে না-আসায় এই চরম সিদ্ধান্ত রাজ্য বিজেপির ৷