বিদেশ

পাকিস্তানের সুপ্রিমকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে শপথ নিলেন আয়েশা মালিক

পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে শপথ নিলেন আয়েশা মালিক। সোমবার পাকিস্তানের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি গুলজার আহমেদ তাঁকে শপথবাক্য পাঠ করান। স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ আদালত কোনও মহিলা বিচারপতি পেল। বিচারপতি আয়েশা মালিককে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরেই পাক সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসেবে আয়েশা মালিকের নাম সুপারিশ করেছিল জুডিশিয়াল কমিশন অব পাকিস্তান (জেসিপি)। ৯ সদস্যের কমিশনের চার সদস্য তাঁর পদোন্নতির পক্ষে সায় দিলেও বাকি পাঁচ সদস্য বিরুদ্ধে ভোট দেন। দীর্ঘ মতবিরোধের পর ৬ জানুয়ারি ফের জেসিপিতে ভোটাভুটি হয়। এতে ৫ জন সদস্য আয়েশা মালিকের পক্ষে ভোট দেন।