ঝাড়খণ্ডের হাজারিবাগে ভয়াবহ দুর্ঘটনা। হাজারিবাগের পদ্ম ব্লকের রোমি গ্রামের কাছে এক কুয়োয় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল গাড়ি। দুপুর দেড়টা নাগাদ ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় গ্রামবাসী ও পুলিশের সাহায্যে কুয়ো থেকে তিন জনকে উদ্ধার করে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। কুয়ো থেকে উদ্ধার হয় ৬টি মৃতদেহ। গাড়িটি কীভাবে কুয়োয় পড়ে গেল তা এখনও জানা যায়নি। হাজারিবাগের এসপি মনোজ রতন ছোটে জানান, এই দুর্ঘটনায় ৬ জন মারা গিয়েছেন, তিনজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


