কলকাতা হাইকোর্টে গিয়ে জোর ধাক্কা খেলেন ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক। বিপুল টাকা সহ গত ২৯ জুলাই তাঁরা ধরা পড়েন হাওড়ার পাঁচলায়। ওই টাকার রহস্য ভেদ করতে তদন্তে নেমেছে সিআইডি। অভিযোগ উঠেছে রাজ্যের এক বিধায়ককে টাকা দিয়ে ঝাড়খণ্ডের সোরেন সরকারকে ফেলার ষড়যন্ত্র করছিলেন তাঁরা। তদন্ত তেজি হতেই তাঁরা কলকাতা হাইকোর্টে আবেদন করেন, তদন্তের ভার দেওয়া হোক সিবিআইকে। কিন্তু বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।