কলকাতা

ফ্ল্যাটে পুলিশি হানার দিনেই হাইকোর্টের দারস্থ জিতেন তিওয়ারি, আসানসোলে মৃত্যুর ঘটনায় চাইলেন রক্ষাকবচ

আসানসোলের ফ্ল্যাটে পুলিশি হানার দিনেই কম্বলকাণ্ডে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁকে এ নিয়ে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। ঘটনাচক্রে মঙ্গলবার সকালেই জিতেন্দ্রর স্ত্রী তথা আসানসোল পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে তাঁদের ফ্ল্যাটে যান পুলিশ আধিকারিকরা। কিন্তু ফ্ল্যাট তালাবন্ধ থাকায় পুলিশ ঢুকতে পারেনি। সপ্তাহ খানেক আগে আসানসোল পুরনিগমের কাউন্সিলর চৈতালির উদ্যোগে একটি কম্বল বিতরণী অনুষ্ঠান হয়। সেখানে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরই কম্বল নিতে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তাতে পদপিষ্ট হয় মৃত্যু হয় এক কিশোরী-সহ ৩ জনের। এই ঘটনাকে কেন্দ্র করে চাপান-উতোর চলছে। পাশাপাশি, চৈতালিকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু করেছে পুলিশ। এই আবহে ওই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন জিতেন এবং তাঁর স্ত্রী চৈতালি। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।