জেলা

সুভাষগ্রাম থেকে গ্রেপ্তার জেএমবি জঙ্গি

এনআইএ-র হাতে সুভাষগ্রাম থেকে গ্রেপ্তার জেএমবি জঙ্গি। ধৃত জঙ্গির নাম আব্দুল মান্নান বাংলাদেশের বাসিন্দা। দক্ষিণ ২৪ পরগনার সুভাষগ্রাম থেকে ওই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। এনআইএ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে মিলেছে জাল ভোটার ও আধার কার্ড।  কয়েকবছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল ওই জেএমবি জঙ্গি। বেশ কয়েকজনকে সে জাল পরিচয়পত্র তৈরি করে দিয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। বাংলাদেশের জেএমবি জঙ্গিদের সঙ্গে সরাসরি যোগ ছিল তার। ধৃত জঙ্গির নাম আব্দুল মান্নান। তিনি বাংলাদেশের বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার সুভাষ গ্রামে হানা দেয় এনআইএ-র বিশেষ দল। হরিদেবপুর থেকে ধৃত ৩ জেএমবি জঙ্গিকে জেরা করেই আব্দুল মান্নানে খবর জানতে পেরেছিলেন তদন্তকারীরা। তাঁকে হেফাজতে নিয়ে চার জঙ্গিকে মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছেন তদন্তকারীরা। এর আগে পুজোর আগে জুলাই মাসে কলকাতার হরিদেবপুর থেকে চার জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছিল এনআইএ। ধৃতদের নাম নাজিউর রহমান, সাবির ও রবিউল। তারা শহরে বড় নাশকতার ছক কষছিল বলে অনুমান তদন্তকারীদের। ধৃত তিনজনের মধ্যে প্রধান মাথা হল নাজিউর রহমান। এরা বাংলাদেশ থেকেই প্রশিক্ষণ নিয়ে দেশে এসেছিল বলে জানতে পেরেছে পুলিশ। এই তিনজনের মধ্যে আরও একজন প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি রয়েছে। ধৃতদের কাছ থেকে প্রচুর কাগজ ও নথিপত্র উদ্ধার করা হয়েছে । সেগুলি খতিয়ে দেখছে পুলিশ । বাংলাদেশের মাস্টার জিয়া গোষ্ঠীর অংশ ধৃত এই তিন জঙ্গি। গত কয়েক মাস ধরেই কলকাতায় বিভিন্ন জায়গায় ফেরিওয়ালা হিসেবে কাজ করছিল তারা। শহরের বিভিন্ন জায়গা গা ঢাকা দিয়ে থাকত তারা। নাশকতার জন্য ধৃতরা তাদের গ্রুপে আরও নতুনদের নিয়োগও করার চেষ্টা করছিল।