দেশ

প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র প্রদর্শন রুখতে জেএনইউতে বিচ্ছিন্ন বিদ্যু‍ৎ সংযোগ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্র প্রদর্শন আটকাতে মঙ্গলবার রাতে ছাত্র সংসদের কার্যালয়ের বিদ্যু‍ৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করল জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর ওই সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ফ্যাসিবাদী আক্রমণ আখ্যা দিয়েছে দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্র সংসদ। গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গুজরাত দাঙ্গা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র নির্মিত তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চেন’ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ওই তথ্যচিত্র যাতে দেশে প্রদর্শিত না হয় তার জন্য সর্বশক্তি নিয়ে আসরে ঝাঁপিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। গত রবিবার কেন্দ্রের তরফে গুজরাতের সাম্প্রদায়িক হিংসা নিয়ে তৈরি বিবিসি-র তথ্যচিত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ইউটিউব থেকে তথ্যচিত্র সম্পর্কিত যাবতীয় টুইটও ব্লক করার জন্য টুইটারকে নির্দেশ দিয়েছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। তার মধ্যেই মঙ্গলবার রাতে ওই তথ্যচিত্র প্রদর্শনের কথা ঘোষণা করে আগুনে ঘৃতাহুতি ঢালে জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। গতকাল সোমবারই মোদি ও গুজরাত দাঙ্গা নিয়ে ‘বিবিসি’র নির্মিত তথ্যচিত্রের প্রদর্শনের উপরে নিষেধাজ্ঞা জারি করে জেএনইউ কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা জারি করে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ধরনের অননুমোদিত কার্যকলাপ বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সম্প্রীতি বিঘ্নিত করতে পারে।’ যদিও কর্তৃপক্ষের নিষেধাজ্ঞাকে অমান্য করে তথ্যচিত্র প্রদর্শনের সিদ্ধান্তে অনড় থাকে ছাত্র সংসদ। এদিন রাত নয়টার সময়ে ছাত্র সংসদের কার্যালয়ে তথ্যচিত্রটির প্রদর্শন হওয়ার কথা ছিল। বিতর্কিত তথ্যচিত্রটি দেখার জন্য জড়ো হয়েছিলেন পড়ুয়ারা। কিন্তু তথ্যচিত্র প্রদর্শনের আগেই ছাত্র সংসদ কার্যালয়ের বিদ্যু‍ৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।