চাকরি খেয়ে নিচ্ছেন বিকাশ ভট্টাচার্য ৷ এই অভিযোগে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন চাকরিহারারা ৷ প্রাইমারি টেট মামলার শুনানি শেষ হওয়ার পর বিকাশ ভট্টাচার্যকে ঘিরে এজলাসের বাইরে ঘিরে বিক্ষোভ দেখান চাকরিহারারা । চাকরি ‘খেয়ে নেওয়ার’ অভিযোগ তুলে আইনজীবী বিকাশরঞ্জ ভট্টাচার্যকে বিক্ষোভ দেখালো প্রাথমিকে বিতর্কিত চাকরি প্রার্থীদের একাংশ। এজলাসে সওয়াল করে বেরোনোর সময় বিক্ষোভের মুখে পড়েন তিনি। শেষ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাঁকে ঘিরে স্লোগাও দেয় চাকরি প্রার্থীরা।বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে একটি মামলার শুনানি ছিল। সেই মামলায় মামলাকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি এদিন সওয়াল করেন প্রাথমিকে ওএনআর শিটে কী ভাবে কারচুপি হয়েছে তা নিয়ে। শুনানির শেষ বেরিয়ে আসতে তাঁকে চাকরিপ্রার্থীদের একাংশ ঘিরে ধরে এবং স্লোগান দিতে থাকে। তিনি ‘চাকরি খেয়ে নিচ্ছেন’ বলেও অভিযোগ করেন বিক্ষোভকারীরা।যদিও বিকাশ কোনও কথা বলেননি। তিনি সোজা হাঁটতে হাঁটতে বেরিয়ে যান। পরে পুলিশ বিক্ষোভকারীদের বের করে দেয় ।