প্রয়াত হলেন লিথিয়াম ব্যাটারির আবিষ্কর্তা জন গুডএনাফ। ১৯২২ সালে জার্মানিতে জন্ম হয় তার কিন্তু তিনি বেড়ে ওঠেন আমেরিকায়। ২০১৯ সালে তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হন। রবিবার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়, ১০০ বছর বয়সে প্রয়াত হয়েছেন জন গুডএনাফ। এই বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর হিসেবে অধ্যাপনা করেছেন একসময় তিনি। তাঁর উদ্ভাবিত লিথিয়াম ব্যাটারি এই যুগে অন্যতম চালিকাশক্তি। ফোনসহ আরো অনেক যন্ত্রে এই ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারি জীবাশ্ম শক্তির বিকল্প হয়ে উঠছে। কয়লা ও অন্যান্য দূষণ সৃষ্টিকারী শক্তির উৎসের বদলে এটাই বিকল্প। জন গুডএনাফ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকান সেনার হয়ে আবহাওয়া বিশেষজ্ঞের কাজ করেছেন। ১৯৫২ সালে এই মার্কিন বিজ্ঞানী পিএইচডি ডিগ্রি অর্জন করেন। জন গুডএনাফ টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৭ বছর অধ্যাপনা করেছেন।