দেশ

জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ কোভিড টিকার অনুমোদন দিল মোদি সরকার

শনিবার জনসন অ্যান্ড জনসন সংস্থার তৈরি সিঙ্গল ডোজ কোভিড টিকার জরুরি প্রয়োগের অনুমোদন দিল মোদি সরকার। এই নিয়ে চতুর্থ ভ্যাকসিনকে দেশে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হল। এতদিন ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি-কে অনুমোদন দিয়েছিল সরকার। এদিকে, মার্কিন সংস্থা মডার্নাও টিকার জরুরি প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে। কিন্তু আগামী বছরের আগে দেশে সেটা পাওয়া যাচ্ছে না। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য টুইট করে সুখবর দেন। তিনি লেখেন, ভারত টিকার ঝুলি আরও সম্প্রসারণ করল। জনসন এন্ড জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিনকে ভারতে জরুরি প্রয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের হাতে এখন পাঁচটি ভ্যাকসিন রয়েছে।