সূত্রের খবর, আগামী ৩০ ডিসেম্বর উদ্বোধন হবে জোকা-তারাতলা মেট্রো প্রকল্প। এই নিয়ে নানা মহলে গুঞ্জন শুরু হয়েছে ৷ যদিও রেল বোর্ডের পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কথা জানানো হয়নি৷ তবে মেট্রো রেলের তরফে যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের উদ্বোধন করবেন। সূত্রের খবর, ডিসেম্বরের শেষ সপ্তাহেই যাত্রী নিয়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত ছুটতে পারে মেট্রো। ইতিমধ্যেই কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফে এই প্রকল্পে যাত্রী পরিষেবার ছাড়পত্র দেওয়া হয়েছে। তিন সপ্তাহ আগেই কমিশনার অফ রেলওয়ে সেফটি জোকা থেকে তারাতলা মেট্রো পথ চালুর অনুমোদন দেন।