দেশ

ফের দুদিনের সফরে রাজ্যে আসছেন জেপি নাড্ডা

ভোটের দামামা বাজতেই বাংলায় কোমর বেঁধে নমে পড়েছে বিজেপি। তাই ডিসেম্বরে দু’দিনের সফরে ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আগামী ৮ ও ৯ ডিসেম্বর কলকাতায় থাকবেন তিনি। সূত্রের খবর, কলকাতা সহ বেশ কয়েকটি জেলা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। এদিকে, নাড্ডার সফরের জন্য বিজেপির উত্তরকন্যা অভিযানের দিনও বদল করা হয়েছে বলে খবর। ওই অভিযান হবে আগামী ৭ ডিসেম্বর।