উৎসবের মরশুমে আন্দোলন-অনশন জারি জুনিয়র ডাক্তারদের। ১১৩ ঘণ্টা পার এখনও অনশনে অনড় ডাক্তাররা। সরকারের সঙ্গে বৈঠক থেকে সমাধানসূত্র মেলেনি। অনশন দীর্ঘতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। জানা যাচ্ছে, জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিডনি ও লিভারে প্রভাব পড়েছে। কিন্তু তিনি হাসপাতালে যাতা চাইচ্ছন না। অনিকেতের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স, আইসিইউ। আরজি করের ডাক্তার সৈকত নিয়োগী বলেন, অনিকেতের অবস্থা অন্যান্যদের থেকে বেশি আশঙ্কাজনক।