আগামী 6 ডিসেম্বর ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা। ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে মিছিলের ডাক দিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। শুক্রবার দুপুর তিনটে নাগাদ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সামনে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। সেখান থেকে মিছিল করে তারা যাবেন স্বাস্থ্য ভবন পর্যন্ত। বুধবার আরজিকর মেডিকেল কলেজে নিজেদের মধ্যে একটি বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে তাদের পরবর্তী সিদ্ধান্ত ঠিক হয়।