জেলা

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের

বৃহস্পতিবার রাত থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পোস্ট গ্রাজুয়েট অ্যানেস্থেসিয়লজি ও অবস্টকটিভ গাইনোকোলজি বিভাগের তরফে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হল। দূষিত ফ্লুইডের কারণেই প্রসূতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক পড়ুয়ারা। সংবাদ মাধ্যমের সামনে সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা।