কলকাতা

দেবীপক্ষে কি নব রূপে ফিরবে আন্দোলন? জুনিয়র ডাক্তারদের জিবি বৈঠকেই তৈরি ‘খসড়া’!

আসন্ন দেবীপক্ষের একেবারে সূচনা পর্ব থেকেই আর জি কর খুন ও ধর্ষণ কাণ্ডে নিগৃহীতার জন্য সুবিচার আদায়-সহ অন্যান্য একগুচ্ছ দাবিতে তাঁদের আন্দোলনকে সর্বাত্মক রূপ দেওয়ার পরিকল্পনা করেছেন জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার তাঁদের জেনারেল বডি বা জিবি বৈঠকে সেই আন্দোলনের প্রাথমিক রূপরেখা বা খসড়া প্রস্তুত করা হয়েছে বলেও শোনা যাচ্ছে। এবার কি তবে নতুন কোনও ধারায় আন্দোলনকে বইয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন জুনিয়র চিকিৎসকরা? সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, সেই বিষয়ে এখনই বিস্তারিত কোনও খবর দিতে চাইছেন না তাঁরা। যদিও সূত্র বলছে, মহালয়ার বেশ কয়েক দিন আগেই আন্দোলনের পরবর্তী রূপরেখা সামনে আনবেন জুনিয়র ডাক্তাররা। আগামী ২৭ সেপ্টেম্বর কলকাতার ধনধান্য স্টেডিয়ামে তাঁরা একটি নাগরিক সম্মেলনের ডাক দিয়েছেন। সেই আয়োজনেই আন্দোলনের পরবর্তী পর্যায় সম্পর্কে একটা স্পষ্ট চিত্র পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, মঙ্গলবারের জিবি বৈঠকে এসব নিয়েই আলোচনা হয়েছে জুনিয়র চিকিৎসকদের মধ্যে। সেই আলোচনা যথেষ্ট সদর্থক ছিল বলেও জানা গিয়েছে। সকলে মিলে আলোচনা করে ও মত বিনিময়ের মাধ্যমেই তৈরি করা হয়েছে আন্দোলনের পরবর্তী পর্যায়ের খসড়া।