কলকাতা

আজ এসএসকেএমের অডিটোরিয়ামে গণ কনভেনশনে আগামীর কর্মসূচি ঘোষণা জুনিয়র ডাক্তারদের

আজ জুনিয়র চিকিৎসকদের ডাকে গণ কনভেনশন । এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে বিকেল চারটে থেকে শুরু হবে এই গণ কনভেনশন । সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেখানে যোগ দেবেন । জানা যাচ্ছে, এই অনুষ্ঠানে যোগ দেবেন সেলিব্রিটিদের একাংশও ৷ এছাড়াও থাকবেন বিভিন্ন সিনিয়র চিকিৎসকরা । এই গণ কনভেনশন থেকেই আগামী দিনের আন্দোলনের কর্মসূচি জানাবেন জুনিয়র চিকিৎসকরা । শুক্রবার সবার নজর জুনিয়র চিকিৎসকদের গণ কনভেনশনের দিকে ৷ আরজি করে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চাওয়ার 50তম দিনে এই গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে ৷ নাম দেওয়া হয়েছে, ‘অবিচারের ৫০ দিন, উই ওয়ান্ট জাস্টিস’৷ তবে এই কর্মসূচি নিয়ে শুরু হয়েছিল বিতর্ক । ধনধান্য অডিটোরিয়ামে আসন সংখ্যা বেশি থাকায় সেখানেই এই গণ কনভেনশন করতে চেয়ে জুনিয়র চিকিৎসকেরা মেয়র ফিরহাদ হাকিমের কাছে গিয়েছিলেন । প্রথম দিন সেখান থেকে মৌখিক আশ্বাস পেলেও পরে আর অনুমতি মেলেনি ৷ জুনিয়র চিকিৎসকদের কথায়, “অডিটোরিয়াম ফাঁকা থাকা সত্ত্বেও কোনও এক অজ্ঞাত কারণে আমাদের এই অডিটোরিয়াম দেওয়া হয়নি ।”এরপরে এসএসকেএম হাসপাতালে যে অডিটোরিয়াম রয়েছে, সেখানে গণ কনভেনশনের আয়োজন করেন জুনিয়র চিকিৎসকরা । সেখানে আসনের সংখ্যা ৭০০ । সেই কারণে দুটি লেকচার থিয়েটারের ঘরও নিয়েছেন তাঁরা । সেখানে আসনের সংখ্যা মোট ২০০। ফলে বহু সংখ্যক মানুষ এলে ওই ঘরে বসিয়ে অনলাইনের মাধ্যমে কনভেনশন দেখানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।