কলকাতা

আরজিকর কাণ্ডের তদন্তের দাবিতে সিবিআইয়ের বিরুদ্ধে সোচ্চার জুনিয়র চিকিৎসক সংগঠন! আগামী ৯ নভেম্বর ফের মিছিলের ডাক

আরজিকর কাণ্ডের ৮৩ দিন পার। এখন অধরা বিচার। আরজি কর কাণ্ডের তদন্তের দাবিতে সিবিআই এর বিরুদ্ধে এবার সোচ্চার জুনিয়র চিকিৎসক সংগঠন। আজ শুক্রবার, সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয় তুলে ধরে তদন্তের দীর্ঘসূত্রিতা নিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে কার্যত গলা চড়ালেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের চিকিৎসকেরা। তদন্তে এত দেরি কেন হচ্ছে প্রশ্ন তুলে একাধিক বিষয়ে আরও একবার আলোকপাত করলেন প্রতিবাদী চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে এক বিবৃতিতে সিবিআইয়ের বক্তব্য, তদন্তের চার্জশিট পেশ করার জন্য ঠিক ৯০ দিন থাকে CBI-এর হাতে। বিচারের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন তাঁরা। এই পরিস্থিতিতে আগামী ৯ নভেম্বর একাধিক কর্মসূচি গ্রহণ করতে চলেছে WBJDF। ৯ নভেম্বর অভয়ার স্মৃতিতে বিভিন্ন মেডিক্যাল কলেজে “দ্রোহের গ্যালারি” প্রদর্শন হবে। যেখানে চলমান আন্দোলনের বিভিন্ন মুহূর্ত ও মূল সুরকে ধরে রাখার চেষ্টা করা হবে জুনিয়র ডাক্তারদের তরফে। বিভিন্ন ছবি, পোস্টার, কবিতা ও আর্ট ইনস্টলেশনের মাধ্য়মে এই উদ্যোগ নেওয়া হবে। ওইদিন আরজি কর হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। সেদিনই সিবিআই তদন্ত ও চলতে থাকা আন্দোলন নিয়ে জনতার মতামত নিতে, বিকাল ৩টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ন্যায়বিচারের দাবিতে নাগরিক মিছিলের ডাক দেওয়া হয়েছে। ন্যায়বিচারের দাবিতে পথে নামার আর্জি নিয়ে রাজ্যের বিভিন্ন জেলার মানুষকে আহ্বান জানানো হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। সেটা মিছিল হোক, বা সমাবেশ, জমায়েত হোক, বা মানববন্ধন, প্রতিবাদ সভা বা সাংস্কৃতিক প্রতিবাদ সভার মাধ্যমে প্রতিবাদ জানানোর কথা বলা হয়েছে।আন্দোলন চালিয়ে যাব।