কলকাতা

বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে সরল একাধিক মামলা

বিচার্য বিষয় বদল হল কলকাতা হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির। যার ফলে ঢোলাহাট থানায় যুবককে পিটিয়ে মারার অভিযোগে দায়ের মামলার শুনানি সরল বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে। শুক্রবারই এই মামলায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। সোমবার থেকে সেই মামলার শুনানি হবে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চে। কলকাতা হাইকোর্টের তরফে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুলিশি অত্যাচার ও হেফাজতে মৃত্যু সংক্রান্ত যে মামলাগুলির এতদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে শুনানি হত সেগুলির একাংশ চলে যাবে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে। শুধুমাত্র ২০২২ সালের আগের মামলাগুলি বিচারপতি সিনহার বেঞ্চে থাকবে। ফলে ঢোলাহাট থানায় পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার ঘটনার শুনানি সোমবার থেকে হবে বিচারপতি ভরদ্বাজের বেঞ্চে।তবে বিচারপতি সিনহার বেঞ্চে আসছে বাড়তি কিছু মামলা। এতদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে থাকা প্রাথমিক নিয়োগ দুর্নীতির ২টি মামলার শুনানি হত বিচারপতি সিনহার বেঞ্চে। এবার থেকে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে থাকা মামলাগুলিরও শুনানি হবে বিচারপতি সিনহার এজলাসে। সঙ্গে থাকছে জবরদখল ও বেআইনি নির্মাণ সংক্রান্ত মমলাগুলি।