দেশের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। বুধবার সকালে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথবাক্য পাঠ করেন। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বাবা ওয়াই ভি চন্দ্রচূড় ছিলেন ভারতের সবচেয়ে বেশিদিন থাকা প্রধান বিচারপতি। প্রায় ৭ বছরেরও বেশি সময় তিনি ওই দায়িত্বে ছিলেন। এবার ছেলে চন্দ্রচূড়ও সেই পদে উন্নীত হলেন। পিতা-পুত্রের প্রধান বিচারপতি হওয়া এই প্রথম। এন ভি রামানার মেয়াদ ফুরোনোর পর সুপ্রিম কোর্টের কয়েক মাসের জন্য প্রধান বিচারপতি হন বিচারপতি ইউ ইউ ললিত । গত অক্টোবরেই কেন্দ্রীয় সরকারের তরফে তাঁর কাছে পরবর্তী স্থায়ী প্রধান বিচারপতির নাম জানতে চাওয়া হয়েছিল। তিনি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেন। সুপ্রিম কোর্টের অন্য বিচারপতিদের উপস্থিতিতে এই চিঠি
দেন তিনি। অবশেষে সেই প্রস্তাব মেনে চন্দ্রচূড়কেই নিযুক্ত করা হল দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে। ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত অর্থাৎ পরবর্তী দু’বছর চন্দ্রচূড়ই থাকবেন দেশের প্রধান বিচারপতি। তাঁর বাবা এই পদে ছিলেন ১৯৭৮ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ১৯৮৫ সালের ১১ জুলাই পর্যন্ত। ১৯৫৯ সালের ১১ নভেম্বর জন্ম চন্দ্রচূড়ের। সুপ্রিম কোর্ট ও বম্বে হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিশ করার পরে ১৯৯৮ সালে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল হন তিনি। ২০০০ সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হন। এরপর ২০১৩ সালে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি পদে উন্নীত হন চন্দ্রচূড়। এর তিন বছর পরে ২০১৬ সালের মে মাসে সুপ্রিম কোর্টের বিচারপতির পদে অভিষেক হয় তাঁর। অযোধ্যা মামলার মতো বহু গুরুত্বপূর্ণ মামলায় বেঞ্চের অংশ ছিলেন তিনি। সমকামী সম্পর্ককে অপরাধের আওতা থেকে বের করার ঐতিহাসিক রায় দানকারী বেঞ্চেও ছিলেন চন্দ্রচূড়।