কলকাতা

বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ বয়কট করা নিয়ে আইনজীবীদের অশান্তি অব্যাহত

 বিচারপতি রাজা শেখর মান্থার বেঞ্চ বয়কট করা নিয়ে আইনজীবীদের মধ্যে অশান্তি আজও অব্যাহত । এ ব্যাপারে কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, “কোনও আইনজীবী অনুপস্থিত থাকলে আদালত যেন কোনও রায় না দেয় ।” এই প্রস্তাবের বিরোধিতা করেন আইনজীবী সপ্তাংশু বাসু-সহ বিজেপি ও বামপন্থী আইনজীবীরা । তাঁদের দাবি, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ নিয়ে প্রধান বিচারপতির এজলাসেই তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত আইনজীবীদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয় । প্রধান বিচারপতি বলেন, “আমি একটা কমিটি তৈরি করে দিয়েছি । যা বলার ওই কমিটির কাছে বলুন । আপনাদের মধ্যে সুন্দর সম্পর্ক রয়েছে । সেটাকে বজায় রাখুন । আদালতের কাজে শান্তি বজায় রাখুন ।” হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুনাভ ঘোষের বিরোধিতা করেন সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকের । এরপরই তুমুল হইচই বেঁধে যায় প্রধান বিচারপতির এজলাসে ।