কলকাতা

এবার রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক স্বীকৃতি, পর্যটনে সংস্কৃতির সেরা পীঠস্থান বাংলা

দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পর এবার আবারও আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলা । এবার বাংলাকে সংস্কৃতির সেরা পীঠস্থান হিসেবে তকমা দেওয়া হচ্ছে এই আন্তর্জাতিক সংস্থার তরফ থেকে । আর এর উপর ভিত্তি করে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে পশ্চিমবঙ্গকে বেস্ট ডেস্টিনেশন ফর কালচার অ্যাওয়ার্ড দেওয়া হবে । রাজ্য সরকারের তরফ থেকে আগামী বছর ২৩ মার্চ বার্লিনে এই পুরস্কার গ্রহণ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ কর্তৃপক্ষ । নবান্ন সূত্রে

খবর, ইতিমধ্যেই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী । শেষ মুহূর্তে যদি ভারত সরকার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বাধা না দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে যাচ্ছেন, তা একরকম ঠিকই । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোশ্যাল সাইট টুইটারে রাজ্যবাসীকে এই আনন্দের খবর জানিয়েছেন । সেখানে তিনি লিখেছেন, ‘‘এটা ঘোষণা করতে পেরে আমি গর্বিত যে রাষ্ট্রসংঘের বিশ্ব পর্যটন সংস্থার অনুমোদিত একটি সংস্থা প্যাসিফিক এরিয়া ট্র্যাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন সংস্কৃতির জন্য সেরা গন্তব্যের জন্য পশ্চিমবঙ্গকে আন্তর্জাতিক ভ্রমণ পুরস্কার ২০২৩-এ ভূষিত করবে ।’’