ফের আফগানিস্তানে জঙ্গি হামলা। ম্যাগনেটিক বোমা-র বিস্ফোরণের ফলে মৃত্যু হল কাবুলের ডেপুটি গভর্নরের। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কাবুলের ডেপুটি গভর্নর মাহবুবউল্লাহ মোহেবি নিজের বাসভবন থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। আচমকা রাস্তায় তাঁর গাড়িতে ম্যাগনেটিক বোমা আটকে দেয় জঙ্গিরা। এর কিছুক্ষণ বাদেই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে ওই গাড়িটি। মৃত্যু হয় ডেপুটি গভর্নর মাহবুবউল্লাহ মোহেবির। তাঁর সঙ্গে থাকা দুই নিরাপত্তারক্ষীও গুরুতর জখম হয়েছেন। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে ম্যাগনেটিক বোমা বিস্ফোরণের ফলেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। যদিও তালিবান জঙ্গিরাই এই পিছনে রয়েছে বলে অনুমান করা হচ্ছে।