ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। আজ সোমবার দুপুরে কাবুলের বিদেশ মন্ত্রকের কাছে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অসংখ্য মানুষ। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। কাবুলিওয়ালার দেশে রাজনৈতিক পালাবদলের পরে তালিবানরা ক্ষমতায় আসার পরে কাবুল সহ দেশের একাধিক প্রান্তে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে চলেছে। গত বছরের শেষের দিকেই কাবুলে বিদেশ মন্ত্রকের কাছে আত্মঘাতী হামলা চালিয়েছিল তালিবান বিরোধী জঙ্গিরা। মূলত কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) অধিকাংশ হামলার সঙ্গে জড়িত। আফগান সরকারের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র আবদুল নাফি ঠাকোর জানিয়েছেন, ‘এদিন দুপুরে বিদেশ মন্ত্রকের কাছে থাকা একটি বাণিজ্যিক কেন্দ্রের সামনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ছয় জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বহু আহত হয়েছেন। হামলাকারীকে শনাক্ত করা হয়েছে।’