কলকাতা

কালীপুজোর আগেই উদ্বোধন হবে কালীঘাটের স্কাইওয়াকের!

সূত্রের খবর কালীপুজোর আগেই উদ্বোধন হবে কালীঘাটের স্কাইওয়াক। এদিন কালীঘাটের স্কাইওয়াক তৈরির কাজ খতিয়ে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম। কাজ কতদুর এগিয়েছে? মুখ্য়মন্ত্রীর কাছে রিপোর্ট দেবেন তিনি। মুখ্যমন্ত্রী অনুমোদন পরেই উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে যাবে। সূত্রের খবর তেমনই। দক্ষিণেশ্বরের আদলে এবার স্কাইওয়াক কালীঘাটে! মন্দির লাগোয়া এলাকার চেহারা বদলে গিয়েছে। দেখে চেনার উপায় নেই। মন্দিরের সামনে যে স্টল ও ডালা বসত, সেগুলি সরে গিয়েছে মন্দিরের নতুন কমপ্লেক্সে। পাশেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড থেকে একেবারে মন্দিরের সামনে পর্যন্ত স্কাইওয়াক তৈরির কাজ চলছে জোরকদমে। মন্দির অবশ্য় একদিন বন্ধ রাখা হয়নি। দক্ষিণেশ্বের স্কাইওয়ার তৈরির পরই মুখ্যমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেন যে, যে কালীঘাটেও যেন অতি দ্রুত একটি স্কাইওয়াক তৈরি করা হয়।  ৫০০ মিটার লম্বা ও ১০.৫ মিটার চওড়া এই স্কাইওয়াকে থাকবে দুটি লেন। থাকবে ৪টি এসকালেটর, দুটি ব্রাঞ্চ। কটি নামবে মন্দিরের উত্তর-পূর্ব প্রান্তে পুলিশ কিয়স্কের কাছে, আর একটি কালীঘাট দমকল অফিসের দিকে থানার কিছু আগে।