কলকাতা

কোভিড বিধি মেনে বাড়ির কালীপুজো করলেন মুখ্যমন্ত্রী

আজ কালীপুজো। করোনা আবহেও আলোকমালা সেজেছে শহর থেকে জেলায়। প্রতিবারের মতো এবারও বাড়িতে কালীপুজো করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই নিজের বাড়ির কালীপুজো বেশ ধুমধাম করেই করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলের নেতা, কর্মীরা আমন্ত্রিত থাকেন। পুজো দেখা, ভোগ খাওয়া, গল্পগুজবে জমজমাট হয়ে থাকে মমতার বাড়ির চত্বর। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তদারক করেন প্রত্যেকের ভোগ পরিবেশনে। নিজেও হাতায় করে তুলে দেন প্রসাদ। রান্নাঘরেও তাঁর থাকে সমান নজর। নিজেও খুন্তি হাতে ধরেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার কোভিড আবহে যেমন বিজয়া সম্মীলনীও করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই পুজোতেও মেনেছেন কোভিড বিধি তিনি। এবারও নিজে দাঁড়িয়ে থেকে পুজোর আয়োজনের তদারক করেছেন মমতা। যাতে পুজোর উপাচারে কোনও ত্রুটি না থাকে। তবে কোভিড বিধি মেনে, পুরোহিত থেকে মুখ্যমন্ত্রী নিজে, সবার মুখেই ছিল মাস্ক। তবে করোনা পরিস্থিতিতে এবার নিমন্ত্রিত প্রায় নেই বললেই চলে। আত্মীয় বা ঘনিষ্ঠজনেরা যাঁরা উপস্থিত রয়েছেন, সবাই কোভিড বিধি মেনে মুখে পরেছেন মাস্ক। বারবার ব্যবহার করা হচ্ছে স্যানিটাইজার। সেদিকেও নজর রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ স্যানিটাইজার দিতে ভুলে গেলে, তত্‍ক্ষণাত্‍ মনে করিয়ে দিচ্ছেন। বাড়ির পুজোয় উপস্থিত হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।তবে এবার অতিথিদের সমাগম নগন্য। রাতে যান মন্ত্রী ফিরহাদ হাকিম-সহ মন্ত্রিসভার কয়েকজন সদস্য। কোভিড বিধি মেনে নিষ্ঠাভরে ভক্তিপূর্ণভাবে মা কালী আরাধনায় করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/417064292801020