জেলা

৪০ জন ডাক্তারি পড়ুয়াকে ৬ মাস বহিষ্কার কল্যাণী জেএনএমের

কল্যাণী জেএনএমে থ্রেট সিন্ডিকেট চালাতেন অভীক দে-র অনুগামীরা বলে এমনই অভিযোগ উঠেছে। কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালে অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠকে ৪০ জন পড়ুয়াকে আপাতত বহিষ্কার করা হয়েছে। আগামী ৬ মাস তাঁরা পরীক্ষা ও তদন্ত সংক্রান্ত বিষয় বাদে অন্য কোনও কারণে কলেজ, ছাত্রাবাস ও হাসপাতালে ঢুকতে পারবেন না। পাশাপাশি দু’জন ফ্যাকাল্টি মেম্বারকে প্রশাসনিক এবং পরীক্ষা সংক্রান্ত বিষয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মেডিকেল কলেজের হস্টেলে পুলিশ পোস্টিং থাকছে এবং ক্যাম্পাসে বেশিরভাগ সময় থাকবেন নতুন দায়িত্বপ্রাপ্ত হস্টেল সুপার। আপাতত ছাত্র-ছাত্রীরা এই সিদ্ধান্ত শোনার পর তাঁরা তাঁদের আন্দোলন তুলে নিয়েছে। জেএনএমের পড়ুয়াদের অনেকেরই অভিযোগ, সদ্য অপসারিত অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায় এবং প্রাক্তন হস্টেল সুপার অয়ন ঘোষ এই সিন্ডিকেট এবং পরীক্ষা সংক্রান্ত অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। এঁরা দুজন আর কখনও জেএনএমে কোনও প্রশাসনিক পদ বা পরীক্ষা সংক্রান্ত কোনও দায়িত্ব নিতে পারবেন না, জানিয়েছে কলেজ কাউন্সিল।