দিল্লি ঘেরাও করেছিলেন কৃষকরা। সেই কৃষকদের খালিস্তানি বলে তোপ দেগেছিলেন কঙ্গনা রানাওয়াত। কৃষকদের খালিস্তানি বলে দাগিয়ে দেওয়ার বিরুদ্ধে সজোরে জবাব দিলেন সিআইএসএফ কর্মী কুলবিন্দর কৌর। বৃহস্পতিবার বিজেপি সাংসদ হিসাবে প্রথমদিন দিল্লি যাচ্ছিলেন কঙ্গনা রানাওয়াত। সেই সময় চণ্ডীগড় এয়ারপোর্টে কুলবিন্দর কৌর নামে এক সিআইএসএফ জওয়ান কষিয়ে থাপ্পড় মারেন কঙ্গনাকে। জানা গিয়েছে, একুশ সালে মাসখানেক ধরে জারি থাকা দিল্লির রাজপথে পাঞ্জাবের কৃষক আন্দোলনের বিরোধিতা করে পর পর আক্রমণাত্মক টুইট করেছিলেন কঙ্গনা রানাউত। যার জেরে আইনি বিপাকেও পড়তে হয়েছিল তাঁকে। এবার চণ্ডীগড় বিমানবন্দরে তারই মাশুল গুণতে হল ‘ক্যুইন’কে। কঙ্গনাকে সামনে পাওয়া মাত্রই সেই বদলা নিলেন ওই অফিসার। জানা গিয়েছে, কঙ্গনাকে চড় মারা ওই মহিলা জওয়ান আদতে পাঞ্জাবের কাপুরথালার বাসিন্দা। কৃষক আন্দোলন নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত। আন্দোলনরত কৃষকদের ‘খলিস্তানি’, ‘সন্ত্রাসবাদী’ বলেও তোপ দেগেছিলেন। এমনকী, বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার কথা যখন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি, তখনও কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন বলিউড অভিনেত্রী। আর সেই প্রেক্ষিতেই কঙ্গনার বিরুদ্ধে বেজায় চটেছিলেন শিখ সম্প্রদায়ের একাংশ। যার জেরে অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। শুধু তাই নয়, পাঞ্জাবে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল অভিনেত্রীকে। কঙ্গনার গাড়ি ঘেরাও করে সেইসময়ে বিক্ষোভ প্রদর্শন করেন কৃষকরা। এবার সেই রাগের বশেই কঙ্গনাকে সপাটে চড় মারলেন এক মহিলা সিআইএসএফ জওয়ান। দিল্লি পৌঁছেই সিআইএসের ডিরেক্টর জেনারেল নীনা সিং এবং কিছু সিনিয়র কর্মকর্তার সঙ্গে দেখা করেন কঙ্গনা। তাঁদের কাছে পুরো ঘটনাটা তুলে ধরেন। ইতোমধ্যেই কনস্টেবল কুলবিন্দরকে আটক করা হয়েছে এবং সিআইএসএফ কমানডেন্ট অফিসে তাঁর জিজ্ঞাসাবাদ চলছে। কেন আটক করা হল কুলবিন্দরকে? কুলবিন্দরকে আটক করার প্রতিবাদে এয়ারপোর্ট ঘেরাও করতে আসছে কৃষকরা, এমনটাই খবর।