বিনোদন

ব্রিটিশ পার্লামেন্টে সম্মানিত হলেন করণ জোহর

গতকালই মুক্তি পেয়েছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কথা’-ছবির টিজার। সেই পুরনো আমেজ নিয়ে ফেরত এসেছেন করণ জোহর। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন, আলিয়া ভাট এবং রণবীর সিং। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়, শাবানা আজবি-সহ প্রমুখ। এই ছবির মাধ্যমেই ৭ বছর পর পরিচালকের আসনে ফেরত এলেন ধর্ম প্রোডাকশনের কর্ণধার। তবে এই বছর তাঁর পরিচালনায় ফেরত আসার যথেষ্ট কারণও রয়েছে। কারণ ২০২৩ সালে বলিউডে তাঁর ২৫ বছর সম্পন্ন হল। ২৫ বছরে বলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর হাতে নির্মিত হয়েছে একাধিক আইকনিক চলচ্চিত্র। কিছুদিন আগে তিনি নিজেই ঘোষণা করেছিলেন যে, ভারতীয় চলচ্চিত্রে ব্যাপক অবদানের জন্যে খুব শীঘ্রই ব্রিটিশ পার্লামেন্ট থেকে তিনি সম্মানিত হতে চলেছেন। কথা অনুযায়ী, গত ২০ শে জুন, ইউকে পার্লামেন্ট করণ জোহরের হাতে তুলে দিলেন পুরস্কার। চলচ্চিত্র শিল্পে তাঁর ২৫ তম বছর উদযাপন করার জন্য, যুক্তরাজ্যের সংসদ তাঁর হাতে মর্যাদাপূর্ণ সম্মান তুলে দিলেন। অনুষ্ঠানটি হয়েছে, ওয়েস্টমিনস্টারের প্রাসাদে, যেটি হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস, ইউকে পার্লামেন্টের দুটি কক্ষ উভয়েরই মিলনস্থল। পুরস্কার পাওয়ার পর করণ জোহর পরে লন্ডন থেকে তাঁর কয়েকটি ছবি পোস্ট করে একটি খোলা চিঠি লিখলেন। যেখানে দেখা যাচ্ছে, লন্ডনে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। দ্বিতীয় ছবিটি তাঁকে সম্মান জানানোর ভেন্যুতে ক্লিক করা হয়। কালো পোশাকে করণকে জমকালো দেখাচ্ছিল। ছবিগুলি শেয়ার করে, করণ পোস্টটির ক্যাপশনে লিখেছেন, “আজ এমন একটি বিশেষ দিন হয়েছে! আমি সৌভাগ্যবান এবং গভীরভাবে কৃতজ্ঞ যে লন্ডনে ব্রিটিশ হাউস অফ পার্লামেন্টে লেস্টারের সম্মানিত ব্যারনেস ভার্মা আমাকে সম্মানিত করেছেন।” তিনি আরও যোগ করেছেন, “এটি সেই দিনগুলির মধ্যে একটি, যখন আমি নিজেকে চিমটি কেটে বিশ্বাস করাই যে স্বপ্ন সত্য হয়েছে। ধন্যবাদ ইউকে পার্লামেন্ট।”