দেশ

কর্নাটকে নিষিদ্ধ হুক্কা বার

রাজ্যে ছাতার মতো গজিয়ে ওটা হুক্কাবারগুলি বন্ধ করার নির্দেশ দিলেন কর্নাটক হাইকোট পাশাপাশি ২১ বছরের নিচে কাউকে সিগারেট বিক্রিও না করারও নির্দেশ দিল বিক্রেতাদের। আগে এই বয়সসীমা ঠিল ১৮ বছর বয়স পর্যন্ত। ১৯  সেপ্টেম্বর কর্ণাটকের স্বাস্থা ও পরিকল্যাণ মন্ত্রী দীনেশ গুন্ডা রাও এবং যুব কল্যাণ, ক্রীড়া ও এসটি ওয়েলফেয়ার বি নাগেন্দার ১৯ তারিখ সাংবাদিক বৈঠক করে এই ঘোষাণা করেছিলেন।রাও ইতিমধ্যেই টুইটে তাঁর সরকারি এক্স হ্যান্ডেল থেকে হুক্কাবার নিষিদ্ধ করার বিশেষ আইন আনাক কথা ঘোষণা করেছিলেন।