বিধানসভার নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে কর্ণাটকে ৷ কিন্তু এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি ৷ তার আগেই দক্ষিণ ভারতের ওই রাজ্য়ের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন ৷ এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েও দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে ৷ এই নিয়ে তিনি চিঠি লিখেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে ৷ সেই চিঠিতে তিনি নাড্ডাকে জানিয়েছেন যে তাঁর নাম যেন প্রার্থী তালিকায় না থাকে ৷ তিনি আর নির্বাচনী রাজনীতিতে থাকতে চান না ৷বেল্লারির এই কংগ্রেস নেতা 2004 সালে প্রথমবার কর্ণাটকের শিবমোগা থেকে বিধায়ক ৷ 2013 সাল পর্যন্ত তিনি ওই কেন্দ্রের বিধায়ক ছিলেন ৷ ওই বছর তিনি জিততে না পারলেও 2018 সালে একই আসন থেকে জিতে আবার বিধায়ক হন ৷ তাঁর বয়স এখন 74 বছর ৷ ফলে বিজেপিতে 75 বছরের বেশি বয়সী কেউ ভোটে প্রার্থী হতে পারবেন না বলে যে অলিখিত নিয়ম রয়েছে সেই নিয়মের আওতাতেও তিনি আসেন না ৷ তাই কেন তিনি সরে দাঁড়ালেন সেই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে দক্ষিণ ভারতের ওই রাজ্যের রাজনৈতিক মহলে ৷ বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে যে তিনি এবার তাঁর ছেলে কান্তেশকে প্রার্থী করতে চাইছেন ৷ একই পরিবার থেকে দুজন টিকিট পাবেন না জেনেই তিনি সরে দাঁড়াচ্ছেন ৷ বিজেপির অন্য একটি সূত্র অবশ্য বলছে যে সরে দাঁড়িয়ে তিনি আসলে দলের উপর চাপ বৃদ্ধি করতে চাইছেন যাতে তিনি ও তাঁর ছেলে দুজনেই টিকিট দেওয়া হয় ৷ কারণ শিবমোগা আসনে আয়ানুর মঞ্জুনাথকে প্রার্থী করার বিষয়ে ভাবনাচিন্তা করছিল গেরুয়া শিবির ৷আগামিকাল বুধবার কর্ণাটকে প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি ৷ তখন শিবমোগার বিধায়ক কেএস ঈশ্বরাপ্পাকে প্রার্থী করা হয় নাকি তাঁর আবেদন গেরুয়া শিবির মেনে নেয় সেটাই এখন দেখার ৷আরও পড়ুন দুর্নীতির বিরুদ্ধে দুবার চিঠি লিখলেও কোনও পদক্ষেপ হয়নি অভিযোগ সচিনের”