দেশ

কর্নাটকে বিজেপি ছাড়ার হিড়িক অব্যাহত, ইস্তফা দিলেন আরও এক বিধায়ক

ভোটমুখী কর্নাটকে বিজেপি ছাড়ার হিড়িক শুরু হয়েছে। শুক্রবার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন এন ওয়াই গোপালকৃষ্ণা। বিধানসভার অধ্যক্ষ বিশ্বেশ্বর হেগড়ে কাগেরির সঙ্গে দেখা করে ইস্তফাপত্র পেশ করেছেন কুদলিগির বিজেপি বিধায়ক। বিধায়ক পদে ইস্তফা দিয়ে গোপালকৃষ্ণা কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে জল্পনা রটেছে। যদিও এ বিষয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলতে চাননি পদত্যাগী বিজেপি বিধায়ক। আগামী ১০ মে কর্নাটক বিধানসভার ভোট। ১৩ মে ভোটের ফলাফল। আসন্ন নির্বাচনে বিজেপির ফের ক্ষমতায় ফেরার সম্ভাবনা খুব কম বলেই বিভিন্ন জনমত সমীক্ষায় উঠে এসেছে। আর ভোটে দল শোচনীয় ভরাডুবির মুখে পড়তে পারে বুঝতে পেরেই গত মাস তিনেক ধরে দল ছেড়ে কংগ্রেসে ভিড়তে শুরু করেছেন বিজেপির একাধিক বিধায়ক ও প্রথম সারির নেতা। রাজ্যের বিধায়ক মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই অভিযোগ করেছেন, কংগ্রেস নানা প্রলোভন দেখিয়ে বিজেপি বিধায়ক ও নেতাদের দলে টানছেন। এদিন যিনি বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপি ছাড়ার জন্য এক পা এগিয়ে রেখেছেন সেই গোপালকৃষ্ণা দীর্ঘদিন কংগ্রেসষের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৭, ১৯৯৯, ২০০৪ ও ২০০৮ সালে টানা চার বার হাত প্রতীকে মোলাকালমুরু বিধানসভা আসন থেকে জয়ী হয়েছিলেন। ২০১৮ সালের বিধানসভা ভোটে দলীয় টিকিট না পেয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লেখান। তাঁকে বিজয়নগর জেলার কুদলিগি আসনে প্রার্থী করে পদ্ম শিবির। ভোটে জেতেনও তিনি। সম্প্রতি রাজ্য কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধিরামাইয়ার সঙ্গে বৈঠক করেছিলেন গোপালকৃষ্ণা। তার পরেই তাঁর কংগ্রেসে ঘর ওয়াপসি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল।