কলকাতা

‘দুয়ারে সরকার’ হবে মিউটেশন ক্যাম্প: ফিরহাদ হাকিম

শনিবার থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে সেখানে কলকাতা পৌরসভার মিউটেশন ক্যাম্প করবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন,দুয়ারে ক্যাম্প আমাদের ওয়ার্ডে ক্লাবে হচ্ছে। স্কুল বন্ধ করে করতে হবে,এটা নয়। পৌর স্কুলে করতে হবে এর কোনো মানে হয় না। যেখানে জায়গায় পাওয়া যাবে না তখন স্কুলে ছুটির দিন শনিবারশনিবার থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে সেখানে কলকাতা পৌরসভার মিউটেশন ক্যাম্প করবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম। এবং রবিবার দুয়ারে সরকার করব। বেশি ভাগ বড় জায়গায় বা ক্লাবে দুয়ারে সরকার ক্যাম্প করা হবে বলে শুক্রবার জানান মেয়র। বেআইনি নির্মাণ প্রসঙ্গে কলকাতা পৌরসভার মেয়র বলেন,একটা দিনে এই অবৈধ কাজ আটকানো যায় না। ৩৪ বছর একটা পরম্পরা চলে এসেছিল। আমার আসার পরে অনুমোদনকে সহজ করা হয়েছে। ৫০০ স্কোয়ার মিটারে অনুমোদন দরকার নেই আগে কাজ শুরু করে দেবেন। পরে অনুমোদন নিয়ে নেবেন। কিছু অসাধু যন্ত্র এখনও মানুষের মধ্যে রয়েছে। আমি নিজেই ভুক্তভোগী। এতবছর ধরে এই ষড়যন্ত্র চলে আসছে। স্থানীয় কাউন্সিলর ক্ষেত্রে জানার উপায় নেই যে কোন বাড়ি অনুমোদন পেল কি পেল না। পৌর কমিশনার হচ্ছেন যিনি কাজ করেন। আমরা রাজনীতিক ব্যাক্তি তাই আমাদের উপরে চিটে ফেলে দেওয়া আপনাদের সহজ হয়ে যায়, মন্তব্য ফিরহাদ হাকিমের।