দেশ

বৈধ পাসপোর্ট-ভিসা থাকার পরেও পুলিৎজার সম্মানিত কাশ্মীরি মহিলা চিত্রসাংবাদিককে আমেরিকায় যেতে বাধা

সাংবাদিকতার কণ্ঠরোধ!

 বৈধ পাসপোর্ট-ভিসা থাকার পরে কাশ্মীরের মহিলা চিত্রসাংবাদিক ইরশাদ মাট্টুকে মার্কিন বিমানে ওঠার অনুমতি দিল না দিল্লি ইন্দিরাগান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন দফতর। কেন অনুমতি দেওয়া হল না সে ব্যাপারে অভিবাসন দফতরের কর্তারা তাঁকে কিছু জানাতে অস্বীকার করেন। মাট্টু ২০২২ সালে পুলিৎজার সম্মান পান। ইরশাদ মাট্টু টুইট করে জানান, নিউইয়র্কে আমার যাওয়ার কথা ছিল। গ্রহণ করার কথা ছিল পুলিৎজার সম্মান। দিল্লি বিমানবন্দর পৌঁছলে বাকিদের সঙ্গে আমারও পাসপোর্ট-ভিসা পরীক্ষা করে দেখা হয়। অভিবাসন দফতরের কর্তারা জানিয়ে দিলেন আমেরিকায় যাওয়ার ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। আমি তাদের জানাই আমায় পুলিৎজার সম্মান দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক যাচ্ছি সেই পুরস্কার আনতে। তাদের দেখাই আমাকে পাঠানো পুলিৎজার সম্মানে সম্মানিত করার চিঠি। সব কিছু দেখার পরেও আমায় তারা জানিয়ে দেয়, অনুমতি দেওয়া যাচ্ছে না। এই ধরনের ঘটনা এর আগেও একবার ঘটেছে।  সেটা ২ জুলাই। মাট্টুর যাওয়ার কথা ছিল ফ্রান্স। সেখানে একটি গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ করা হয়। পাশাপাশি তাঁর তোলা ছবির প্রদর্শন হওয়ার কথা ছিল। সে দফাতেও বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। কেন অনুমতি দেওয়া যাচ্ছে না, সে ব্যাপারে সরকারের তরফ থেকে কিছু বলা হয়নি।