জেলা

ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি

দক্ষিণ ২৪ পরগণার ক‍্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। ধৃত জঙ্গির নাম জাভেদ মুন্সি। ক্যানিং হাসপাতাল মোড়ে আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, কাশ্মীরের জঙ্গি গোষ্ঠী তেহরক-উল-মুজাহিদিনের সদস্য ধৃত জাভেদ। আসল বাড়ি কাশ্মীরের শ্রীনগরের তানপুরাতে। পাকিস্তানে জঙ্গির প্রশিক্ষণ নিয়েছে জাভেদ। কুখ‍্যাত এই জঙ্গির ক‍্যানিং হয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা যাচ্ছে। তিন দিন আগে এ রাজ‍্যে আসে জাভেদ মুন্সি। কাশ্মীরে কয়েকজন আটক হতেই জাভেদ সম্পর্কে তথ‍্য সামনে আসে। হুরিয়ত সংঘবগ্ধ করতে জাভেদ মুন্সির নেতৃত্বে শুরু হয় সক্রিয়তা। শহিদগঞ্জ থানায় তার বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা রুজু হয়। লস্কর-ই-তৈবা শীর্ষ নেতাদের নির্দেশ মতো বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা এবং সংগঠন তৈরির উদ্দেশ্যে নিয়েই জাভেদকে পাঠানো হয়েছিল বলেই পুলিশ সূত্রে খবর। আইইডি এক্সপার্ট জাভেদ ২০১১ সালে আল হাদিদ চিফ খুনে মূলচক্রী। একাধিক বার জেল খেটেছে। একাধিক বার বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে গিয়েছে ধৃত। সম্প্রতি হুরিয়ত প্রতিষ্ঠা করতে জাভেদ কাজ শুরু করে।