আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী কৌস্তুভরায়। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। পিনকন চিটফান্ড মামলায় গ্রেফতারি বলে খবর। সোমবার গভীর রাতে গ্রেফতার এই ব্যবসায়ী। জানা গিয়েছে, আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ পর্বে তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় পরে তাঁকে গ্রেফতার করে ইডি। সংশ্লিষ্ট মহলের দাবি, তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তিনি। কৌস্তুভ রায়ের দাবি, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। ইডি সূত্রে খবর, আর পি গ্রুপের কর্ণধার কৌস্তুভ রায়। তিনি একটি সংবাদ চ্যানেলেরও কর্তা। তাঁর বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে। তাঁকে পিনকন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার তলব করা হয়েছিল ইডি দফতরে। সকালে হাজিরার কথা থাকলেও কৌস্তুভ আইনজীবীর চিঠি পাঠিয়ে বিকেলে হাজিরা দেওয়ার কথা জানান। সেই মতো বিকেলে ইডি-এর অফিসে হাজির হন ব্যবসায়ী। বিকেল থেকেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। চলে রাত একটা পর্যন্ত। একটানা জিজ্ঞাসাবাদ পর্ব শেষে গভীর রাতেই তাঁকে গ্রেফতার করে ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর মোবাইল।জানা গিয়েছে, সোমবার একাধিক নথি নিয়ে অফিসে দেখা করার কথা বলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সেই সব নথির বেশিরভাগই সঙ্গে এনেছিলেন কৌস্তুভ। সূত্রের দাবি, সেই নথি খুঁটিয়ে দেখেই একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করে ইডি। মঙ্গলবার সকালে তাঁর মেডিক্যাল চেক-আপের পর আদালতে পেশ করবে ইডি। নিজেদের হেফাজতে নিয়ে বেসরকারি সংবাদমাধ্যমের এই কর্ণধারকে আরও জেরা করতে চান ইডির অফিসাররা। রাজ্যের শাসকদল তৃণমূলের শীর্ষ নেতাদের অনেকের সঙ্গে ধৃত কৌস্তুভের ঘনিষ্ঠ যোগ রয়েছে। এমনকী এর আগে তৃণমূলের সভায় বক্তৃতা করতেও দেখা গিয়েছিল বেসরকারি সংবাদমাধ্যমের এই কর্ণধারকে। স্বাভাবিকভাবে তাই কৌস্তভের গ্রেফতারি রাজ্যের শাসকদলের কাছে যথেষ্ট মাথাব্যথার কারণ হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।


