দেশ

দিল্লিতে তৈরি হবে কেদারনাথ! একথা শুনে ক্ষুব্ধ শঙ্করাচার্য

বহুদিনের আয়োজনের পর মানুষ কেদারনাথে যান। তবে এবার নাকি দিল্লিতেই দর্শন হবে কেদারনাথের! পুষ্কর সিং ধামী বুধবার ঘোষণা করেছেন, এবার দেশের রাজধানীতেই কেদারনাথ দর্শন সম্পন্ন হবে। দিল্লির বুরারিতে ৩ একর জমির ওপর তৈরি করছে কেদারনাথ দিল্লি ধাম ট্রাস্ট। তবে একথা শুনে প্রবল ক্ষুব্ধ শঙ্করাচার্য। জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন গোটা বিষয়টি নিয়ে। শুধু ক্ষোভ প্রকাশ নয়, তাঁর সাফ বক্তব্য, আর একটি কেদারনাথের প্রতীকী মন্দির হতেই পারে না। তাঁর যুক্তি, শিব পুরাণে ১২টি জ্যোতির্লিঙ্গের নাম এবং প্রতিটির জন্য নির্দিষ্ট স্থানের উল্লেখ রয়েছে স্পষ্ট ভাবে। যখন কেদারনাথের অবস্থানের উল্লেখ হিমালয়ে, সেখানে ঠিকানা দিল্লিতে কী করে হতে পারে? গোটা ঘটনায় রাজনীতির দিকেও তিনি ইঙ্গিত করেছেন। তাঁর মতে রাজনীতির লোকেরা ধর্মীয় স্তানে প্রবেশ করছেন। আর তাতেই এই সমস্যা। কেদারনাথ মন্দিরের সোনা কেলেঙ্কারির কথাও মনে করিয়ে দিয়ে প্রশ্নকরেছেন, ওই কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসার পর, তা নিয়ে চর্চা না করে আচমকা দিল্লিতে নতুন কেদারনাথ তৈরির পরিকল্পনার কারণ কী? তাঁর মতে, আরও একটি মন্দির তৈরি হবে্ এবং তাতে আরও একটি কেলেঙ্কারি হবে।