ভারী বৃষ্টির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল কেদারনাথ যাত্রা। রবিবার সকাল থেকেই টানা বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে। যার জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে কেদারনাথ যাওয়ার রাস্তা। এই পরিস্থিতিতে পুণ্যার্থীদের নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। যার ফলে আপাতত যাত্রা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার শোনপ্রয়াগ থেকে সকাল ৮টা পর্যন্ত ৫ হাজার ৮২৮ জন পুণ্যার্থী কেদারনাথ ধামের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু পরিস্থিতি প্রতিকুল হওয়ায় তাঁদের সকলকেই ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত বলেন, ‘রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টিপাত চলছে। কেদারনাথ যাত্রা বর্তমানে নিরাপদ নয়। তাই শোনপ্রয়াগ থেকেই সমস্ত যাত্রীদের ফিরে যেতে বলা হয়েছে।’ অন্যদিকে রবিবার সকালেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের কন্ট্রোল রুম পরিদর্শন করেন। সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলে আবহাওয়া এবং কেদারনাথের রাস্তার বর্তমান পরিস্থিতির বিষয়ে তথ্য নেন। মুখ্যমন্ত্রী ধামি বলেন, ‘সমস্ত জেলার মধ্যে আবহাওয়া সংক্রান্ত তথ্য আদানপ্রদান করা হবে। তৎপরতার সঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকা প্রয়োজন। বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সর্বদা সতর্ক থাকতে হবে।’