ধস নেমে বিপর্যস্ত কেরলের ওয়ানাড। বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮৷ প্রাকৃতিক এই বিপর্যয়ে আহতের সংখ্যা শতাধিক৷ এখনও বহু মানুষ কাদা মাটির নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ ওয়ানাডের মেপাড্ডিতে এ দিন ভোর রাতে এই ধস নামে৷ ঘুমের মধ্যেই ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় অধিকাংশ মানুষের৷ মৃতদের মধ্যে অনেক শিশু এবং মহি্লাও রয়েছে৷ উদ্ধারকাজে নেমেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)৷ এ ছাড়াও উদ্ধারকাজে সাহায্য করছে সেনাবাহিনী৷ উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা কপ্টারও৷ কেরলে অবিরাম বৃষ্টিপাতের কারণে রাজ্যের বেশ কিছু অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে৷