বিনোদন

Kesari Chapter 2: প্রকাশ্যে এলো ‘কেশরী চ্যাপ্টার ২’-এর টিজার

 প্রকাশ পেল ‘কেশরী চ্যাপ্টার ২’-এর টিজার। শুধু শোনা গেল ফায়ার, পর্দায় কিছুই দেখা গেল না পুরোটাই কালো। ভেসে অল গুলির শব্দ, নির্রিহ মানুষের আর্তনাদ। লেখা ভেসে উঠল, ‘এই দৃশ্য ভয়ঙ্কর…। জালিয়ানওয়াবাগের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি ফেরাল কেশরী-২। টিজারে দেশপ্রেম উসকে দিলেন অক্ষয় কুমার। কয়েক বছর আগে প্রযোজক করণ জোহর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন জালিয়ানওয়াবাগ হত্যাকাণ্ড নিয়ে সিনেমা তৈরি করতে চলেছেন। জানা গিয়েছিল ‘কেশরী’ ছবির সিক্যুয়েলে ব্রিটিশদের নির্মম অত্যাচারের কাহিনি ফুটে উঠবে। অক্ষয় কুমারকে দেখা যাবে সি শংকরণ নায়ারের ভূমিকায়। যিনি তৎকালীন ব্রিটিশরাজ জেনারেল ডায়ারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। ভারতীয় ইতিহাসে এখনও তাজা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ১৯১৯ সালের ১৩ এপ্রিল তারিখে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরের। সেই ভয়াবগ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবার ফুটে উঠবে বড় পর্দায়। সোমবার মুক্তি পাওয়া অক্ষয় কুমারের আগামী ছবি ‘কেশরী ২’-এর টিজারের শুরুতেই উঠে এসে সেই ঘটনা। টিডারের ভয়েস ওভারে শোনা গেল, ‘এটা তো শুধু ৩০ সেকেন্ডের ঘটনা। ইংরেজরা সেদিন টানা ১০ মিনিট ধরে গুলি চালিয়েছিল। তারপর ১২ ঘণ্ট সেই মৃতদেহগুলি ফেলে রাখা হয়েছিল। যাতে শকুন সেই দেহগুলি খেয়ে ফেলে।’ পর্দায় ফুটে উঠল সেদিনের সেই নৃশংস ঘটনার সাক্ষী, সেই গুলির চিহ্ন দেওয়ালে লেগে রয়েছে। পর্দায় সেই ছবিও তুলে ধরা হয়েছে। সি শংকরণ নায়ারের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। ছবিতে অক্ষয় কুমারের এন্ট্রিও বেশ চমৎকার। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। প্রার্থনা শেষে যিনি আইনজীবীর বেশে কোর্টরুমে পৌঁছে যান। তিনি আদালতে দাঁড়িয়ে ব্রিটিশদের সামনেই ইংরেজ সরকারকে তুলোধনা করেছেন। এটাই উঠে এসেছে ‘কেশরী-চ্যাপ্টার ২’-এর টিজারে। বাকিটা ট্রেলারে পরিষ্কার করা হবে। ১ মিনিট ৩৯ সেকেন্ডের ঝলকে প্রথম ৩০ সেকেন্ড কোনওরকম ভিস্যুয়াল নেই।