দুর্গা পুজোর কাঠামো পুজো বা খুঁটি পুজোর মাধ্যমে দেবী আরাধনার শুভ সূচনা পর্ব সেরে ফেললেন সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব। এবছরে এই পুজো ৭৪ বছরে পদার্পন করতে চলেছে। বিগত কয়েকবছরে ত্রিকোন পার্কের পুজো মণ্ডপ দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের স্থান। এ বছরের ত্রিকোণ পার্কের পুজোকে সাজিয়ে তুলতে চলেছেন থিম শিল্পী সঞ্জীব সাহা। প্রতিমা গড়ে তুলছেন শিল্পী দিপঙ্কর পাল। সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে খুঁটি পুজোর অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবাশিষ কুমার। শহরের অন্যান্য পুজোর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। এলাকার মানুষের উপস্থিতিও ছিল নজরকাড়া।