আসন্ন বিধানসভা নির্বাচনে কর্ণাটকে বিজেপির হয়ে প্রচার করবেন কন্নড় সুপারস্টার কিচ্চা সুদীপ। বিজেপির হয়ে প্রচারের মাধ্যমেই এই কন্নড় অভিনেতাকে প্রথমবার সরাসরি রাজনীতির ময়দানে দেখা যাবে। এবার কর্ণাটকের নির্বাচনে রাজনৈতিক নেতাদের পাশাপাশি বহু সেলিব্রিটিকেও নিজেদের প্রচারে কাজে লাগাতে চাইছে পদ্ম শিবির। কিচ্চা সুদীপ নিঃসন্দেহে সেই তালিকায় মূখ্য ভূমিকা পালন করবেন। প্রসঙ্গত, বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে এবার কর্ণাটকে বিজেপির ক্ষমতায় ফেরা মুশকিল হবে।


