খেলা

দ্বিতীয় সুপার ওভারে মুম্বইকে হারাল পঞ্জাব

মুম্বই ইন্ডিয়ান্স ও কিংস ইলেভেন পঞ্জাবের লড়াইও গড়াল সুপার ওভারে। সুপার ওভারে মাত্র ৫ রান তোলে কিংস ইলেভেন পঞ্জাব। জসপ্রীত বুমরাহের ওভারে বড় শট মারতে পারেনি পঞ্জাব ব্যাটসম্যান। লোকেশ রাহুল ও নিকোলাস পুরান ব্যাট করতে নামলেও দ্বিতীয় বলেই আউট হন পুরান। তারপর দীপক হুডা ক্রিজে আসেন। কিন্তু তিনিও বুমারাহের বোলিংয়ের বিরুদ্ধে হিট নিতে পারেননি। ইনিংসের শেষ বলে আউট হন রাহুল। সুপার ওভারে ৬ রান তাড়া করতে নেমে ৫ রান করতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। ফেল সুপার ওভারও টাই হয়। আইপিএলে প্রথমবার। সুপার ওভার যখন টাই। আইপিএলের ইতিহাসে প্রথমবার তিনটি সুপার ওভার দেখা গেল। সেই সঙ্গে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ফের লিগ টেবলে এক নম্বরে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সঙ্গে প্লে-অফের আরও কাছে চলে এল রোহিত অ্যান্ড কোং।