দুর্গা পুজোর সময়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কালীঘাট মন্দির। পুজোর পাঁচ দিন, অর্থাত্ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত খোলা থাকবে মন্দির। কালীঘাট মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, ২ নম্বর গেট দিয়ে ঢুকতে হবে ভক্তদের। গর্ভগৃহে প্রবেশ করা যাবে তবে এক জনের সঙ্গে আর একজনের ন্যূনতম ছ’ফুট দূরত্ব রাখতে হবে। সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত গর্ভগৃহ খোলা থাকবে। আবার বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে গর্ভগৃহ। জানা গিয়েছে, মন্দিরের আট চালায় যে দুর্গাপুজো হয় তা দর্শনের জন্য মন্দিরের পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। অর্থাত্, এক জায়গায় যাতে বেশি মানুষের ভিড় না হয় সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। জুলাই মাসে ধর্মীয় স্থান খোলায় অনুমতি মেলার পরই কালীঘাট মন্দির খোলার সিদ্ধান্ত হয়েছিল। স্যানিটাইজ টানেলও তৈরি করা হয়েছিল। তবে গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না। পুজোর মধ্যে সেই অনুমতিও দিল কর্তৃপক্ষ।