দেশ

অপসারিত কিরেন রিজিজু, কেন্দ্রীয় আইনমন্ত্রী হচ্ছেন অর্জুন রাম মেঘওয়াল

মোদী মন্ত্রিসভায় হঠাৎ বদল। কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরানো হল কিরেন রিজিজুকে। তাঁর জায়গায় অর্জুন রাম মেঘওয়ালকে মন্ত্রী করা হয়েছে। বর্তমানে সংসদ বিষয়ক ও সংস্কৃতি মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল। এই দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়নি। এই দুই মন্ত্রকের পাশাপাশি আইনমন্ত্রকের কাজও সমান তালে করবেন তিনি। অন্যদিকে আইন থেকে সরিয়ে ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে কিরেন রিজিজুকে। এতোদিন পর্যন্ত এই মন্ত্রকের দায়িত্বে ছিলেন জিতেন্দ্র সিং। ২০২১-র ৮ জুলাই আইনমন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন রিজিজু। এক বছর ১০ মাসের মাথায় সেখানে থেকে সরানো হল তাঁকে। উল্লেখ্য, বিচারপতি নিয়োগ নিয়ে বেশ কিছুদিন ধরেই সুপ্রিম কোর্টের সঙ্গ দ্বন্দ্বে জড়িয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই পদ্ধতির বদল আনা প্রয়োজন বলে মন্তব্য করেন রিজিজু। অন্যদিকে বিচারপতি নিয়োগে কেন্দ্র গড়িমসি করছে বলে পালটা অভিযোগ করে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, কেন্দ্রের ভূমিকা হতাশা জনক বলেও মন্তব্য করেছিল সর্বোচ্চ আদালত।